রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার একটি ক্লিনিকে জন্ম নিয়েছে চার হাত আর চার পা বিশিষ্ট শিশুসন্তান। নরমাল ডেলিভারিতে এক হতদরিদ্র মায়ের কোলে জন্ম নেয়া শিশুটিকে এক নজর দেখতে ভীড় করছে স্থানীয়রা।
ক্লিনিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৫টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার মকুন্দপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিনমুজুর গোলাম রব্বানীর স্ত্রী রুনা লায়লা একটি ছেলে সন্তানের জন্ম দেন। বীরগঞ্জ উপজেলার খানসামা রোডের বীরগঞ্জ ক্লিনিকে স্বাভাবিক প্রক্রিয়ায় চার হাত ও চার পা বিশিষ্ট শিশু পুত্রটির জন্ম দেন তিনি।
বীরগঞ্জ ক্লিনিকের পরিচালক বেলাল হোসেন বলেন, আজ ভোরে জন্ম নেয়া অস্বাভাবিক শিশুটিকে প্রাথমিকভাবে শিশু বিশেষজ্ঞ ডা. মনীন্দ্র নাথ রায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন। সকাল ১০ টার দিকে তারা নিজ বাড়িতে চলে যাওয়া পযর্ন্ত শিশুটি ও তার মা সুস্থ ছিলো। তবে নবজাতক শিশুটির জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজন, নইলে তাকে বাঁচানো কঠিন হবে বলে জানান তিনি।
শিশুটির দরিদ্র পিতা গোলাম রব্বানী জানান, মুই গরিব মানুষ, মানুষের বাড়িতে কাজ করি খাও, কেমনে বেটাটার চিকিৎসা করামু, মোর যে টাকা নাই, এই জন্যে এখনো বাড়িতেই আছু, টেকা কড়ি নাই তাই এখনো রংপুর যাবার পারো নাই। এর আগে তাদের সংসারে ৬ বছর বয়সী কন্যা সন্তান রয়েছে। ভুমিষ্ট হওয়া নবজাতক তাদের দ্বিতীয় সন্তান।
এছাড়াও উন্নত চিকিৎসার মাধ্যমে সন্তানকে বাঁচানোর জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় এমপি মনোরঞ্জনশীল গোপালসহ দেশবাসীর কাছে আর্থিক সহযোগীতা কামনা করেছেন দরিদ্র পিতা।