মনিরুজ্জামান
ভোলার বোরহানউদ্দিনে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২১ উদযাপিত হয়েছে।শনিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, বোরহানউদ্দিনের আয়োজনে এবং বাংলাদেশ ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এর পূর্ব পার্শে এ মেলা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে,এম আসাদুজ্জামান বলেন,দিনব্যাপী মেলায় ৩০ টি স্টল রয়েছে।এ সব স্টোলে গাভী, ষাড়,মহিষ,ছাগল,ভেড়া,কবুতর,রাজহাঁস, টার্কি ও দেশী মুরগী স্থান পায়।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবুল কামাল আজাদ ও নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান,সহকারী কমিশনার ভূমি শোয়াইব আহমাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কে,এম আসাদুজ্জামান,ভোলা জেলা ডেইরি ফার্ম এসোসিয়েশন এর সম্পাদক জসিম উদ্দিন হাওলাদার, খামারী বলেন,স্বপন মাতাব্বর,নাছিম মেম্বার প্রমূখ। খামারিগন বলেন,গোখাদ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে।অন্যদিকে দুধের দাম কমছে।এ অবস্থায় খামারীগন ক্রমাগত লোকসানের সম্মুখীন হচ্ছে।এ অবস্থা থেকে উত্তরণের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
নির্বাহী কর্মকর্তা নেতৃত্বে স্টল পরিদর্শন শেষে কবুতর স্টলে প্রথম অনিক,ষাড়ে স্বপন মাতব্বর, গাভীতে কামাল হোসেন, মহিষে জসিম উদ্দিন হাওলাদার,ছাগলে কামাল হোসেন, ভেড়াতে আবির, মুরগী শামীম আলম,টার্কি স্টলে প্রথম হন শফিকুল ইসলাম।
অতিথিবৃন্দ পরে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরুস্কার বিতরণ করেন।