1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় অ্যান্টিজেন টেস্টে ২৪ঘন্টায় সর্বোচ্চ ৯৫ জনের করোনা শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নির্বাচন নয়, বিপ্লবী সরকার গঠনের জন্য অধ্যাপক এম এ বার্ণিকের আহ্বান ইয়াং জেনারেশন কারাতে দো’র বেল্ট প্রমোশন পরিক্ষা অনুষ্ঠিত আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে অপহরণের ৫ বছর পর বাবা–মায়ের কাছে ফিরলেন — সামাউন ! উচ্চতর হোমিওপ্যাথিক শিক্ষার বিকাশে আন্তর্জাতিক হোমিওপ্যাথিক বৈজ্ঞানিক সেমিনারে হোমিওপ্যাথিক স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে দাবি ঢাকা জেলার পেশাজীবী থানার উদ্যোগে হোমিওপ্যাথিক ডক্টরস ফোরামের সমাবেশ অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩ সৈয়দপুরে জামায়াতের ত্রৈমাসিক সদস্য (রুকন) সম্মেলন অনুষ্ঠিত  ক্ষিপ্ত হয়ে এলাকার লোকজনের ওপর হামলা  নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদা চেয়ে চিঠি, না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা

নওগাঁয় অ্যান্টিজেন টেস্টে ২৪ঘন্টায় সর্বোচ্চ ৯৫ জনের করোনা শনাক্ত

কাজী কামাল হোসেন, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৬৯ বার

আজ রোববার ১ দিনে নওগাঁয় আরও ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় এটি এক দিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এর আগে গত বছরের ২৬ জুন ১ দিনে সর্বোচ্চ ৮৫ জনের করোনা শনাক্ত হয়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন শনাক্ত ৯৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৪ জন, সাপাহারে ১৫ জন, পত্মীতলায় ১৪ জন, নিয়ামতপুরে ১০ জন, ধামইরহাটে ২ জন, মান্দায় ১০ জন, মহাদেবপুরে ৭ জন, পোরশায় ৮ জন, রাণীনগরে ৮ জন, বদলগাছী ২ জন ও আত্রাই উপজেলার ৫ জন। আজ জেলার ১১টি উপজেলায় উন্মুক্ত স্থানে ১ হাজার ১০৮ জনের সংগৃহীত নমুনার র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। এতে ৯৫ জনের করোনা শনাক্ত হয়।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ বলেন, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ১ হাজার ১০৮ জনের মধ্যে ৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৮ দশমিক ৫৭ শতাংশ। এটা দেখে সাম্প্রতিক সময়ের মধ্যে সংক্রমণের হার কম মনে হলেও স্বস্তির কোনো কারণ নেই। কারণ, র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে যাঁদের নেগেটিভ এসেছে, তাঁদের আবার আরটি-পিসিআর টেস্ট করা হবে। আরটি-পিসিআর টেস্টে তাঁদের পজিটিভ আসার আশঙ্কা রয়েছে। এতে শনাক্তের হার বেড়ে যেতে পারে।

ডেপুটি সিভিল সার্জন মঞ্জুর-এ মোর্শেদ আরও বলেন, ‘উন্মুক্ত স্থানে আজ যে ১ হাজার ১০৮ জন নমুনা দিয়েছেন, তাঁদের অধিকাংশই লক্ষণবিহীন ছিলেন। তাঁদের আমরা বুঝিয়ে নমুনা পরীক্ষার জন্য রাজি করিয়েছি। অথচ এই লোকগুলোর মধ্যে থেকে ৮ দশমিক ৫৭ শতাংশই করোনা পজিটিভ। এটাই আমাদের জন্য উদ্বেগের। সমাজে এ ধরনের অনেকেই রয়েছেন, যাঁরা করোনা পজিটিভ অথচ তাঁদের কোনো লক্ষণ নেই। করোনার পরীক্ষা না করেই তাঁরা মানুষের সংস্পর্শে যাচ্ছেন এবং করোনার সংক্রমণ ছড়াচ্ছেন।’

নওগাঁয় প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ১৩ মে। সেই থেকে আজ পর্যন্ত ১৬ হাজার ৭৫৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৪৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৪৬ জন মারা গেছেন। মৃত্যুর হার ১ দশমিক ৯১ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net