এম আর আমিন, চট্টগ্রামঃ
চট্টগ্রামে কমিউনিটি সেন্টারগুলো সীমিত পরিসরে খুলে দেওয়ার দাবি জানিয়েছেন কমিউনিটি সেন্টারের মালিকেরা।
আজ শনিবার (১২ জুন) চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে এ দাবি জানান চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতি।
চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাবদ্দিন বলেন, আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি আগামী ১৭ জুনের মধ্যে ডেকোরেশন ও কমিউনিটি সেন্টার খুলে দিতে। এক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করবো।
তিনি আরও বলেন, চট্টগ্রামে ২০০ কমিউনিটি সেন্টার আছে, লাগাতার বন্ধ থাকায় এ ব্যবসার সঙ্গে নির্ভরশীল ব্যবসায়ী, প্রান্তি পর্যায়ের অনেক পেশার লোক ও হতদরিদ্র জনগোষ্ঠি সম্পূর্ণ বেকার হয়ে হতাশায় জীবন যাপন করছে।
১৬ মাসধরে লাগাতার বন্ধ থাকায় কমিউনিটি সেন্টার মালিকদের আর্থিক ক্ষয়-ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ সুবিধা দেওয়ারও দাবি জানায় কমিউনিটি সেন্টার মালিক সমিতি।
আগামী ১৭ জুন থেকে কমিউনিটি সেন্টার খুলে দেয়া না হয়, তাহলে কমিউনিটি সেন্টার মালিক সমবতির কার্যকরি পরিষদের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমরা মানববন্ধন, অমরণ কর্মসূচি ঘোষনার করবে বলে জানান।
উপস্থি ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সালেহ আহমেদ সুলেমান, চট্টগ্রাম কমিউনিটি সেন্টার মালিক সমিতির মোহাম্মদ সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল, মোস্তফা, চট্টগ্রাম ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম মিল্টন প্রমুখ।