শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলায় ২০০১ সালে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অংকুরের নতুন কমিটি গঠন করা হয়েছে। ১৬ জুন বুধবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে অংকুরের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা পরিচালক-আবু হানিফের পরিচালনায় এক সভার মাধ্যমে পুরাতন কমিটিকে বিলুপ্ত ঘোষণা করে ২০২১-২০২২ সালের জন্য আসাদুজ্জামান মিলনকে সভাপতি এবং হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক-রেজোয়ানা আক্তার, সাংগঠনিক সম্পাদক-নইন আবু নাঈম, কোষাধ্যক্ষ-মাহফুজুর রহমান বাপ্পী, দপ্তর সম্পাদক-কিশোর কুমার, প্রচার সম্পাদক-ফুয়াদ হোসেন, সম্মানিত সদস্য-বাবুল দাস, নজরুল ইসলাম আকন, সাবেরা ঝর্না, শাহিনুজ্জামান শাহিন, শামিম হাসান, ওমর ফারুক, জাহাঙ্গীর কবির, ফারুক হোসেন তালুকদার, সীমা রানী, শিরিণ আক্তার, আসমা আক্তার, নাজমুল শেখ প্রমূখ।