মুহা. জহিরুল ইসলাম অসীম, নেত্রকোণা:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিববর্ষে বছরব্যাপী কার্যক্রমের মাধ্যমে জাতির পিতার জীবন ও কর্ম যেমন তুলে ধরা হচ্ছে ঠিক তেমনি জনহিতকর কাজও সম্পদিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নিরাপদ আবাসন নির্মাণ করা হয়েছে। প্রথম ধাপে নেত্রকোণা সদর ৪৩ টি, বারহাট্টায় ৪৫টি, আটপাড়ায় ৯৮টি, দুর্গাপুরে ৩৫টি, মদনে ৫৬টি, মোহনগঞ্জে ৩৬ টি, পূর্বধলায় ৫৩টি, কলমাকান্দায় ১০১ টি, কেন্দুয়ায় ৫০টি ও খালিয়াজুরীতে ৪৪৩ টিসহ মোট জেলার ১০টি উপজেলায় ৯৬০টি গৃহ হস্তান্তর হয়েছে।
আজ (২০ জুন) রবিবার সকাল ১০টা ৩০মি. এ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপকারভোগী পরিবারের নিকট ২য় পর্যায়ের গৃহ হস্তান্তর কার্যাক্রমের শুভ উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জানান, দ্বিতীয় পর্যায়ে নেত্রকোণা সদরে ৬৪টি, বারহাট্টায় ২৫টি, আটপাড়ায় ৫০টি, দুর্গাপুরে ৪৫টি, মদনে ১০৫টি, মোহনগঞ্জে ১০৫টি, পূর্বধলায় ২০টি, কলমাকান্দায় ৫৫টি, কেন্দুয়ায় ৫৬টি ও খালিয়াজুরীতে ৪০০টি ভূমিহীন পরিবারের ঘর উদ্বোধন করা হবে।