মোঃ সাইফুল্লাহ ;
মাগুরার সাবেক ছাত্রনেতা ৯০’এর গণ আন্দোলনে মাগুরার ছাত্র-সংগ্রাম পরিষদের অন্যতম নেতা, কৃতি ফুটবলার কাজী জহুরুল ইসলাম আসলাম (৪৯) ১৮ জুন শুক্রবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন –ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক কাজী আসলাম মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার বাসিন্দা কাজী আনোয়ারুল ইসলামের বড় ছেলে।
শহরের পরিচিত মুখ ঠিকাদার কাজী আসলাম ভোরে স্ট্রোক করে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। এ অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
১৮ জুন শুক্রবার বাদ জুময়া মাগুরা আল আমিন ইয়াতিম খানা মসজিদ চত্বরে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আব্দুল মতিনের ইমামতিতে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে, জানাযা শেষে মাগুরা পৌর গোরস্থানে দাফন করা হয়েছে।
আসলামের আকস্মিক মৃত্যুতে মাগুরার বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।