আবদুল আলী, গুইমারা খাগড়াছড়ি।
খাগড়াছড়ি জেলার গুইমারাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১ জনের নামে মামলা দেওয়া হয়েছে।
২২ জুন মঙ্গলবার গুইমারা বাজার সংলগ্ন সি এন্ড বি এলাকায় অভিযান পরিচালনা করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। অভিযানে মদ্যপ অবস্থায় ৩ জন ও ২০ লিটার মদসহ এক নারীকে আটক করে। এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক আবুল কালাম আজাদ।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ইমতিয়াজ (২৫) পিতা ইলিয়াছ আনোয়ারা চট্রগ্রাম, উশাপ্রু মারমা ( ২৮)পিতা চাইথোয়াই মারমা সিংগুলিপাড়া, বেলাল( ৪০) পিতা আবুল খায়ের জালিয়াপাড়া, গুইমারা খাগড়াছড়ি কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(৫) ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তুষার আহমেদ। তাছাড়া প্রায় ২০ লিটার মদসহ আটক পুষ্পরেখা চাকমা (৫১)স্বামী অমরজিৎ চাকমা নামের নারী ব্যাবসায়ীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুইমারা থানায় মামলা হয়েছে যার নং ০৪ তারিখ ২২/০৬/২০২১ ইং।
অপরদিকে স্বাস্থ্যাবিধি না মানায় ১০ জনকে ১ হাজার জরিমানা করেছে একই ভ্রাম্যমান আদালত।