মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (২৭ জুন) সকাল ১১ টায় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এ বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত এ বাজেটে আয় ধরা হয়েছে এক’শ ৭৮ কোটি ২০ লক্ষ ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে আয়ের পুরো টাকা। এখানে কোন উদ্ভিদ্ধ রাখা হয়নী।
পৌর মেয়র এসময় বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় হবে এক’শ ৫৯ কোটি সাত লক্ষ টাকা। আর আয়ের ওই অর্থ ব্যায় করা হবে উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মাণ খাতে। সেখানেও এক’শ ৫৯ কোটি সাত লক্ষ টাকা সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।
বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভুমি) নয়ন কুমার রাজ বংশী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মোঃ আসিফ ইকবাল, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, ছয় ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ পৌরসভার কাউন্সিলর বৃন্দরা এবং স্থানীয় পৌরসভার বসবাসকারীরা এসময় উপস্থিত ছিলেন।