ব্ল্যাক বেঙ্গল ছাগল পালনে খামারিদের উদ্বুদ্ধ করতে কুমিল্লার তিতাসে প্রাণিসম্পদ অধিদপ্তর বিভিন্ন কর্মসূচি পালন করেছে।এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা পরিষদের মাঠে আলোচনা সভা, র্যালী ও সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের অর্থায়নে তিতাস উপজেলা প্রাণিসম্পদ অফিস এসব অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এসময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার শরীফ রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী অহেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আহসানুল ইসলাম, নির্বাচন অফিসার মোসাম্মৎ মোমিনুজ জাহানসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।