দক্ষিণ আফ্রিকায় প্রাণঘাতীকরোনার তৃতীয় দফা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় চলমান লকডাউনের লেভেল ৪ ঘোষণা করেছেন দেশটির রাস্ট্রপতি সিরিল রামাপোসা।
রবিবার স্থানীয় সংবাদ রাত ৮ টায় জাতির উদ্দেশ্য দেওয়া এক ভাষনে রাস্ট্রপতি এই ঘোষণা দেন।ভাষনে রাস্ট্রপতি দেশে করোনার তৃতীয় দফা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করার বর্ণনা দেন।করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ দিনের জন্য লকডাউন লেভেল ৪ ঘোষণা করেছেন, যা আজ সোমবার মধ্যে রাত থেকে কার্যকর হবে।
লকডাউন চলাকালীন রাস্ট্রপতি অ্যালকোহল বিক্রি ও সেবন নিষিদ্ধ ঘোষণা করেছেন।এছাড়া রাত্রিকালীন কারফিউ রাত ৯টা থেকে সকাল ৪ টা পর্যন্ত চলবে।সকল ধরনের স্বাস্থ্য বিধি আগের মতো চলবে।সকল প্রকার সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং দোকান পাট রাত ৮ টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এইবারের লকডাউনে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজর ধারী করবে বলে রাস্ট্রপতি ভাষনে উল্লেখ করেছেন।