শাহজালাল শাহেদ, চকরিয়া: রাজধানী ঢাকায় ইতিহাসের জঘন্যতম হত্যাকা- বিডিআর বিদ্রোহে মর্মান্তিকভাবে প্রাণ হারায় চকরিয়ার কৃতী সন্তান লেফটেনেন্ট কর্ণেল আবু মুছা মুহাম্মদ আইয়ুব কাইছার। আজ ২৫ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ তথা পিলখানা ট্রাজেডীতে নিহত শহীদ লেঃ কর্ণেল আইয়ুব কাইছারের ১১তম শাহাদাত বার্ষিকী।
এ উপলক্ষ্যে শহীদ আইয়ুব কাইছারের পরিবার তার স্মরণে শাহাদাত বার্ষিকীর আগেরদিন সোমবার ২৪ফেব্রুয়ারি খতমে কোরআন, দোয়া মাহফিল ও কবর জিয়ারত কর্মসূচি সম্পন্ন করেছে।
শহীদের বড়ভাই প্রকৌশলী জহুরুল মওলার সার্বিক তত্ত্বাবধানে ও পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতায় চকরিয়া ফায়ার সার্ভিস সংলগ্ন পারিবারিক মসজিদ মিলনায়তনে এ কর্মসূচি পালিত হয়।
এতে উপজেলার প্রসিদ্ধ ওলামায়ে কেরাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন।