কিশোরগঞ্জ জেলা কারাগারে আবু সাঈদ (২৫) নামে এক হাজতি মারা গেছেন। গুরুতর অসুস্থ অবস্থায় কারাগার থেকে শুক্রবার (২ জুলাই) সকাল পৌনে ১০টায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া হাজতি আবু সাঈদ দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার সিংড়া ইউনিয়নের মারুপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
জেলার ভৈরবে র্যাবের হাতে মাদকসহ আবু সাঈদ আটক হওয়ার পর ভৈরব থানায় দায়ের করা মামলার আসামি হিসেবে গত বুধবার (৩০ জুন) থেকে তিনি কারাগারে অন্তরীণ ছিলেন।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. বজলুর রশীদ জানান, গত বুধবার (৩০ জুন) চিকিৎসা প্রদানের নির্দেশনা দিয়ে আদালত থেকে আবু সাঈদকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারের হাসপাতালে রেখে তাকে চিকিৎসা দেয়া হচ্ছিল।
পরদিন বৃহস্পতিবার (১ জুলাই) ভোরের দিকে তার অবস্থার অবনতি ঘটলে কারা হাসপাতাল থেকে দ্রুত তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তি করে চিকিৎসা দেওয়ার পর বেলা ১২টার দিকে তাকে ছুটি দেয়া হলে তাকে কারা হাসপাতালে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার (২ জুলাই) সকালে আবারও তার অবস্থার অবনতি ঘটলে তাকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সকাল পৌনে ১০টায় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজতি আবু সাঈদের মৃত্যুর বিষয়টি পরিবারের লোকজনদেরও জানানো হয়েছে বলে জেল সুপার মো. বজলুর রশীদ জানিয়েছেন।
কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের (তত্ত্বাবধায়ক) উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন জানান, হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আবু সাঈদ নামের ওই হাজতিকে মৃত ঘোষণা করেন।