নোয়াখালী-নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে জেলার সোনাইমুড়ী উপজেলা থেকে অস্ত্রও গুলিসহ এক যুবলীগ কর্মীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হবে।
এর আগে, সোমবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তাকে আটক করে। আটককৃত জুয়েল খালেদ (৩৯), চাটখিল উপজেলার রামনারায়নপুর ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের আমির হোসেন’র ছেলে।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মুহাম্মদ কামরুজ্জামান (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হবে। তিনি আরও জানান, এছাড়াও তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা রয়েছে।