করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের দেওয়া লকডাউন বাস্তবায়নে কঠোর নজরদারিতে রাউজান উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) বিকেলে রাউজান উপজেলার কাপ্তাই সড়কের উরকিরচর মদুনাঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা।অভিযানে র্যাব,পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন। তাঁর নেতৃত্বে মদুনাঘাট ব্রিজ এলাকায় বসেছে পুলিশের চেকপোস্ট। লকডাউনের ষষ্ঠ দিনে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যাত্রীবাহী যানবাহন চলাচল এবং অনেককে জরুরি প্রয়োজন ছাড়া বাহিরে ঘোরাঘুরি করতে দেখা গেলে তাদের গুনতে হয় জরিমানা। অভিযান চলাকালে কাউকে গ্রেপ্তার করা না হলেও ৭টি মামলায় ৪ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ দর্শী চাকমা বলেন, বর্তমানে করোনার ভয়াবহ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে সাধারণ জনগণকে সচেতন করতে মাঠে কঠোর অবস্থানে থেকেই কাজ করছি। প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।