চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পিএবি সড়কের কালা বিবির দিঘির মোড় এলাকায় লকডাউন ও সরকারি বিধি নিষেধ অমান্য করায় ও অবৈধভাবে প্রেস সিএসটিভি ষ্টিকার ও অনলাইন তালাশ টিভি-২১ লাগিয়ে দাপিয়ে বেড়ানোর দায়ে অটোরিকশা, মোটরসাইকেল ট্রাক এবং স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১২টি মামলায় ছয় হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে।শনিবার(১০ জুলাই) দুপুর ২ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। তিনি জানান, ভূয়া প্রেস ষ্টিকার লাগিয়ে সিএনজি ও মোটরসাইকেল বিভিন্ন যানবাহন চলাচল ও করোনা ভাইরাস রোধে সরকারের জারিকৃত বিধিনিষেধ অমান্য করে যাত্রী পরিবহন, স্বাস্থ্য বিধি না মেনে মোটরসাইকেল চালানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছয় হাজার সাতশত টাকা জরিমানা করা হয়েছে। ভূয়া প্রেস ষ্টিকার যাতে আর না লাগায় সেজন্য সর্তক করে দেওয়া হয়েছে। সিএসটিভি ভূয়া ষ্টিকার লাগানে সিএনজি আর দেখলে ট্রাফিক পুলিশকে গাড়ি আটকায়ে মামলা দেওয়ার অনুরোধ করেন ।ভবিষ্যৎ এ অভিযান চলমান থাকবে বলে জানান।