করোনা মহামারীর কারণে থমকে আছে জনজীবন। দিনে দিনে করোনার ভয়বহতা বেড়েেই চলেছে।এমন সময়ে জনমনে সচেতনতা বাড়াতে সাধারণ মানুষের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা উৎস মহাজন পিয়াল বলেন, করোনা মহামারীতে দূর্বিষহ আজ জনজীবন। বরাবরের মতোই সাধারণ মানুষের দুঃখের সাথী হয়ে আছে বাংলাদেশ ছাত্রলীগ। ইতিপূর্বে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ এবং সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগত ভাইয়ের নির্দেশনায় হ্যালো ছাত্রলীগ,টেলিমেডিসিন সেবা,বিনামূল্যে জরুরী ঔষধ সরবরাহ,মাস্ক বিতরণ,ইফতার ও সেহেরী বিতরণসহ নানান কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং নানান কার্যক্রম এর মধ্যে চালু রয়েছে।দেশের সকল ক্রান্তিলগ্নে বাংলাদেশ ছাত্রলীগ সবসময়ই সোচ্চার ছিলো।তারই পরিপ্রেক্ষিতে,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়ে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের সারথী হয়ে থাকবে।
উক্ত কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা ইমরুল কায়েস,আবদুল্লাহ আল রাকিব,রশিদ মামুন,সঞ্জয় দাশ বাপ্পু,শৌনক কুমার দাশ,অনিন্দ্য সেন গুপ্ত,রাকেশ দেব সহ অন্যান্যরা।