সাতকানিয়া উপজেলা মাদার্শা ইউনিয়নে করোনা ভাইরাসের কারনে ঘরবন্দি অসহায়, দুঃস্থ, গরীব ও কর্মহীন ৩’শ ৭৫ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার নগদ অর্থ ১০০০টাকা করে বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকাল ৩টায় মাদার্শা ইউনিয়ন পরিষদ মাঠে এ নগদ অর্থ বিতরণ করেন মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাতকানিয়া উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী।
এই ইউনিয়নে ৩শ ৭৫ অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নগদ অর্থ ১হাজার টাকা করে মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্য আবুল হোসেন মনু,মোহাম্মদ হারুন, ফয়েজ আহমদ, নুরু আহমদ কালু, ইজ্জত আলী, মুহাম্মদ হাসেম,মুহাম্মদ পেঠান,মাদার্শা ইউনিয়নের দায়িত্ব রত ট্যাগ অফিসার মারুফ হোসেন,মাদার্শা ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ হাসান,ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন বেলাল, ও ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন প্রমূখ।