রাউজানে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।২১ জুলাই বুধবার উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে ঈদুল আযহার নামাজ সকাল ৮ থেকে অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের কারনে সরকারী নির্দেশনানুযায়ী স্বাস্থ্য বিধি মেনে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয়, ঈদুল আযহার নামাজ। মুসলিম ধর্মপ্রাণ মানুষের অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।এই ঈদ মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা পালন করেন আনন্দ উৎসবের মধ্যদিয়ে। এই উপজেলা জুড়ে চলছে ঈদের আমেজ। ঈদের জামাত শেষে উপজেলার প্রতিটি মসজিদে মসজিদে করোনা মহামারির থেকে মুক্তি, দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।নামাজ শেষে সালামের মাধ্যমে একে অপরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ধর্মপ্রাণ মুসলিমেরা। এদিকে রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী গহিরায় তার নিজ গ্রামের বাড়িতে ঈদুল আযহার নামাজ আদায় করে পশু কোরবানি দেয়। সেখানে দলীয় নেতাকর্মীরা গিয়ে তাঁর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। এই উপজেলায় যারা কোরবান করছেন তারা ঈদের নামায শেষে কোরবানি পশু জবায় দেয়। কসাই অভিজ্ঞতা না থাকলেও সকলেই আনন্দের সহিত মাংস কেটে রান্নার উপযোগী করছেন। আজ যেন সবাই কসাই। আবার যারা কোরবানী দিচ্ছেন তারা অনেকেই গরু মাংস তিন ভাগ করে এক ভাগ গরিব, অসহায়, দু:স্থদের মাঝে বিতরণ করছেন, সকলেই আনন্দের সাথে মিলে রান্না করা মাংস খাচ্ছেন। রান্না করা মাংস, পিঠা,পরোটা নিয়ে যাচ্ছেন আত্মীয় স্বজনের বাড়িতেও।কেউ কেউ খোঁজ খবর নিচ্ছেন প্রতিবেশী ও বন্ধদের গরুর মাংস কাটা শেষ হয়েছে কিনা। আবার কেউ কেউ দলবেঁধে একে অপরে পাড়ায় প্রতিবেশীর ঘরে গিয়ে রান্না করা মাংস দিয়ে পিঠা, পরোটা খাচ্ছে।বেড়াতে যাচ্ছে আত্মীয় স্বজনের বাড়িতে। এমন দৃশ্য চোখে পড়ে।