কাতারে বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার রাজধানী দোহার ম্যাজেস্টিক হোটেল সংগঠনের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাতার চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল।
এতে এস এম আলমগীর হোসেন সাকিব ও আইয়ুব খানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. বেলাল হোসেন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মো.অলি, মিজানুর রহমান সহ-সভাপতি সাইদুর রহমান টিটু, সহ-সভাপতি নাজিম খান বাবু ,সহ-সভাপতি মান্না আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও মোহাম্মদ ইউসুফ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,মিঠুন আহমেদ চৌধুরীসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন
শ্যামল বাংলা টিভি ও প্রবাস কাহনের কাতার প্রতিনিধি মোঃ আরাফাত হোসাইন, বিডি স্টার নিউজ কাতার প্রতিনিধি মোঃ আবুল কালাম ফয়সাল
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রবাসী মানবিক ইউনিটি শুরু থেকেই দেশ ও প্রবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ব্যবহারে অগ্রহী ভূমিকা পালন করছে। এছাড়াও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের বিমানবন্দরে হয়রানি বন্ধের ব্যবহারে সরকারের প্রতি জোর দাবি জানান আগত অতিথিরা।
কাতারে অবস্হানরত প্রবাসীদের সরকারী সমস্ত স্বাস্থ্য বিধি মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহব্বান জানান।
দেশ ও জাতীর কল্যাণে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।