1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক রুগীর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১১:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৫ টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত প্রায় ২০- ৩০ লক্ষ টাকা  ! আনোয়ারায় জামায়াতে ইসলামী কর্মীর উপর দুর্বৃত্তের হামলা কক্সবাজার -চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার দাবীতে ঈদগাঁওয়ে মানববন্ধন  ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পূর্বের শত্রুতার জেরে চাচা শ্বশুর এবং শ্যালকের মারপিঠে আহত জামাই, থানায় অভিযোগ ঠাকুরগাঁওয়ে ‘মামলা বাণিজ্য’, ওসি শহিদুরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলবেন– মির্জা ফখরুল,, চৌদ্দগ্রামে বৈলপুর পশ্চিম পাড়া তরুন সংঘ ও ইসলামী পাঠাগারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত তিতাসে নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ-শুভেচ্ছা বিনিময় করেন যুবদল নেতা নয়ন মোল্লা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বাংলাদেশ জামায়াতের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত চন্দনাইশ প্রেসক্লাবের আহবায়ক গঠন  মাও. মোজাহেরুল কাদের আহবায়ক, সৈকত দাশ ইমন সদস্য সচিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে সভা

শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক রুগীর মৃত্যু

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১৮৩৬ বার

মুন্সীগঞ্জের শ্রীনগরে ফেমাস জেনারেল হাসপাতালের চিকিৎসকের ভুল চিকিৎসায় এক রুগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
মৃত সানজিদা আক্তার(২৮) উপজেলার শ্রীনগড় ইউনিয়নের দেউল ভোগ গ্রামের অহিদুল ইসলামের স্ত্রী। গত সোমবার রাত ১০টার দিকে সিজার করানোর পরে তার মৃত্যু হয়।
রোগীর ভাশুর আউয়াল হোসেন জানান, তার ভাইয়ের স্ত্রী গত ২৬ জুন ফেমাস জেনারেল হাসপাতালে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসব করে। ওই অপারেশন করেছিলেন ডা. মনীষা রানী । সিজার করানোর পূর্ব মুহত পর্যন্ত সানজিদা সুস্থ্য ছিল। ৩০ মি. পরে আমাদের কে জানায় কন্য সন্তান হয়েছে সে ভালো আছে। কিছু সময় পরে জানায় রুগাীর প্রেশার ওঠা নামা করতেছে। এ মুহূর্তে আইসিইউতে নিতে হবে। তখন সানজিদার কোন নরা চরা করতেছিলনা। ফেমাস হাসপাতালে কর্ণধর আমাদের সাথে বিকালে দেখা করবেন বলেছে।

আরেক ভাশুর আলীম জানান, আমার ভাইয়ের বউয়ের ডেলিভারির জন্য আমরা তাকে ফেমাস মেডিকেলে নিয়ে যাই। সেখানে তার ডেলিভারি করানোর সময় খিচুনি উঠে মারা যায়। তার জিব্বায় কামড় দেওয়া দেখে ধরণী চিৎকার দিয়ে উঠে। পরে মেডিকেলের লোকজন বলে রোগীকে ঢাকা নিয়ে যেতে হবে।

স্থানীয়রা জানান, এই হাসপাতালে যেই রোগীই যায় তাকেই সিজার করা হয়। এখনো কাওকে নরমালে কোন বাচ্চা প্রসব করানো হয় না।
ফেমাস হাসপাতালর কর্ণধার মাঃ আমিনুল ইসলাম জানান, সানজিদা আমদের হাসপাতাল সিজারর মাধ্যম সন্তন প্রসব করে। এখান আইসিইউ সার্পোট না থাকায় তাকে ঢাকায় পাঠানা হয়। সেখান চিকিৎসাধীন অবস্থায় তার মত্যু হয়।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল হক বলেন, আমরা খবর পেয়ে সেখানে লোক পাঠিয়েছে। সিভিল সার্জন কে অবহিত করেছি তার নির্দেশনা অনুযায়ী কমিটি করে তদন্ত করা হবে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মাঃ হদায়াতুল ইসলাম ভূঞা বলন, এব্যাপার কউ কান অভিযাগ করননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম