আল আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখার উদ্যোগে অসহায় দরিদ্রদের মধ্যে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
০২ আগষ্ট সোমবার বিকালে আল আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখা অফিসে চলমান করোনা ভাইরাস সংকট মোকাবেলায় ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএস আর) থেকে বিশেষ সিএসআর কার্যক্রমের আওতায় খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
আল আরাফাহ ইসলামী ব্যাংক মাগুরা শাখার এভিপি ও শাখা প্রধান মোঃ আবুল হাসান এর সভাপতিত্বে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসপিও ম্যানেজার অপারেশন মোঃনজরুল ইসলাম, ব্যাংকের বিশেষ গ্রাহক আমজাদ হোসেন,ব্যাংকের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ব্যাংকের ম্যানেজার আবুল হাসানের সংক্ষিপ্ত আলোচনা শেষে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্য ছিলো , চাল-১০ কেজি, সয়াবিনতেল-২ কেজি, ডাল ২ কেজি, আলু ৫ কেজি, পিয়াজ ৩ কেজি, লবন ১ কেজি, মাক্স ১০ টি, ও ৪টি সাবান ভর্তি প্যাকেট।