রাউজানে সর্তা খালের ভাঙ্গনে বিস্তৃত হওয়া চিকদাইর আকবর শাহ্ সড়কের মেরামতের কাজ করলেন এলাকার ব্যত্তশালীরা। রাউজানের গহিরা কালাচাঁন্দ চৌধুরী ব্রিজ থেকে শুরু চিকদাইর শাহ্ সড়কটি গত কয়েক বছর পুর্বে সর্তা খালের পাহাড়ী ঢলের শ্রোতে সড়কের বিভিন্নস্থানে ভেঙ্গে খালের মধ্যে ধসে পড়েছে। একসময় এই সড়কটি দিয়ে হাজার হাজার, মানুষের অটো রিক্সা নিয়ে যাতায়াত করতেন।এখন আগের মতো নেই মানুষের যাতায়াত সড়কটি দিয়ে। পরিদর্শনে দেখা যায়, গহিরা কালাচাঁন্দ চৌধুরী ব্রিজের গোড়ার থেকে চিকদাইর দক্ষিণ সর্ত্তা সৃষ্টিয়া ব্রিজ পর্যন্ত আকবর শাহ্ সড়কটি খালের ভাঙ্গনে বেশির ভাগ অংশ খালের মধ্যে ধসে পড়েলে এলাকার মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েন। চিকদাইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ সর্ত্তা গ্রামের কিছু ব্যত্তশালীরা স্বেচ্ছায় সড়কটির মেরাতের কাজে এগিয়ে আসেন। গতকাল এলাকার লোকজন ইট আর বালি দিয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটির মেরামতের কাজ করতে দেখা যায়।
কালাচাঁন্দ চৌধুরী হাটের এক ব্যবসায়ী মোহাম্মদ মোজাফফর তালুকদার ও স্থানীয় ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম তুষার জানায়, এই সড়কটি দিয়ে একসময়ে চিকদাইর ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষের কালাচাঁন্দ চৌধুরী হাট, ইছাপুর বাজার, হাটহাজারী ও চট্টগ্রাম শহরে যাতায়াত করতেন। সড়কটি সর্তা খালের ভাঙ্গনে বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি এলাকার ব্যত্তশালীরা সংস্কার কাজের উদ্যোগ নেন। গতকাল স্বেচ্ছায় এই সড়কের সংস্কার কাজে এলাকার লোকজন অংশ নেন।