চট্টগ্রামের লোহাগাড়ায় আগুনে পুড়ে গেছে চারটি দোকান। মঙ্গলবার (৩ আগস্ট) ভোরে উপজেলার চুনতি দক্ষিণ সাতগড় নোয়াপাড়া সাঈদী মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এ ঘটনায় ৫ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
ক্ষতিগ্রস্তরা হলেন, ওই মার্কেটের মুদি দোকানি মোহাম্মদ শওকত, ব্রয়লার মুরগীর দোকানের হাফেজ মোহাম্মদ মুছা, টেইলার্সের মোহাম্মদ নুরুন্নবী এবং সেলুন দোকানি ছোটন।
চকরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সাইফুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে স্থানীয়রা ফোনে জানান আগুন নিয়ন্ত্রণে আসে। তাই ঘটনাস্থলে যেতে হয়নি।