মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, চিকদাইর ইউনিয়ন শাখা-০১ এর উদ্যোগে বিনামূল্যে কোভিড-১৯ টিকা নিবন্ধন ও কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সংগঠনের কার্যালয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী। সংগঠনের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারী রাঙামাটি ও রাঙ্গুনিয়া উপজেলার সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির চৌধুরীসহ সংগঠনের কর্মকরা উপস্থিত ছিলেন। ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী জানায়, আগামি ৭ আগস্ট চিকদাইর ইউনিয়ন পরিষদে কোভিড-১৯ টিকা প্রদান করা হবে। যারা টিকা নিবেন তাঁরা জাতীয় পরিচয়পত্র অথবা রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে মাক্স পরিধান করে আসতে হবে।