দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জনপ্রিয় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন “আমাদের বাজালিয়া’র উদ্যোগে অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় বাজালিয়া ইউনিয়নের সাইক্লোন সেন্টার ,কমিরা পাড়া, মিরপাড়া, বুড়ির দোকান , পশ্চিম বাজালিয়া, মধ্যম বাজালিয়া, মাহালিয়া, বড়দুয়ারা এলাকায় ১১০ জনের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ও লবণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আমাদের বাজালিয়ার এডমিন নজরুল ইসলাম খোকন, মডারেটর নাজমুল টিটু, ইসমাম তারেক, শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, আরমান হোসেন, ইয়াছিন আরফাত নাহিদ, এরশাদ হোসেন ইকবাল , এস, এ, জিহাদ, নাঈম উদ্দিন আজাদ , রিফাত হোসেন, আক্তার কামাল, মোহাম্মদ ফয়সাল ,শহীদুল ইসলাম ও আনিসুল ইসলাম প্রমুখ৷