বাগেরহাটের শরণখোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট বিকেল ৪ টায় শরণখোলা প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, এ রশীদ আকন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এম,এ খালেক খান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হেমায়েত উদ্দীন বাদশা, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম, আকন আলমগীর,ফরিদ খান মিন্টু, আবুল হোসেন নান্টু, ইকরামুল কবির কিসলু, মোঃ মনিরুজ্জামান,আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান স্বপন, শরণখোলা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তাহেরুল ইসলাম, যুবলীগ নেতা ইমরান হোসেন রাজিব,উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন। দোয়ানুষ্ঠান পরিচালনা করেন রায়েন্দা সদর জামে মসজিদের ইমাম মোঃ মনিরুজ্জামান।