প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব,মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড.সাইফুজ্জামান শিখর ও তার সহধর্মিণীর সুস্থতা কামনা করে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এতিম ও হতদরিদ্রদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল দুপুরে মাগুরার সরকারি শিশু পরিবার (বালিকা) ও হতদরিদ্রদের মাঝে এ খাবার বিতরণ করা হয়।
জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন – আহবায়ক আলি আহমেদ আহাদ উপস্থিত থেকে এতিম বালিকা ও হত দরিদ্রদের হাতে রান্না করা খাবার তুলে দেন।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাগুরা পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিন, সদস্য আরিফুজ্জামান রনক, তানভির আহমেদ রেমন, ইউপি চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম,পাভেল খানসহ আরো অনেকে।
আলি আহমেদ আহাদ বলেন,আমাদের এমপি মহোদয় এবং তার সহধর্মিণী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে জেলা যুবলীগের উদ্যেগে শিশু পরিবারের এতিম বালিকা ও হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন মসজিদে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।