কুমিল্লার লাকসামে মুহতাশিম কবীর নেহাল নামে ৪ বছরের এক শিশুর নিখোঁজের থানায় জিডি করতে গেলেই খবর আসলো পাশের ডোবায় মৃতদেহ ভেসে উঠলো শিশুটি।
শুক্রবার (৬ আগস্ট) রাত ৮টার দিকে লাকসাম পৌরসভার ১নং ওয়ার্ডে মিশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ৪ বছরের শিশুর মুহতাশিম কবীর নেহাল ওই এলাকার মহুমায়ুন কবীর বাবুলের ছেলে।
এ দিকে শিশু নিখোঁজের বিষয়টি পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা সামাজিক যোগাযোগ ফেসবুকে শিশু মুহতাশিম কবীর নেহালের ছবি দিয়ে তার সন্ধান ছেয়েছেন অনেকেই। অবশেষে শিশু নেহালের সন্ধান পাওয়া গেলো নিজ বাড়ীর ডোবায়। শিশুর মৃত্যু খবার শুনে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নিহত নেহালের পিতা মহুমায়ুন কবীর বাবুল জানান, বিকেল ৩টা থেকে তাকে ঘরে না দেখে বিভিন্ন স্থানে খুঁজাখুজি করতে থাকি। সন্ধ্যায় থানায় সাধারণ ডায়েরী করতে গেলে রাত ৮টার দিকে এলাকার থেকে খবর আসে নিজ বাড়ীর পাশে ডোবার মধ্যে তার মৃতদেহ ভেসে ওঠেছে।
এ বিষয় রাতে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া বলেন, শিশুটি পানিতে পড়ে মারা গেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।