গাজীপুর সিটি সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের ৭৩ণং মাধবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি লিটনের তত্বাবধানে তার উপস্হিতিতে করোনার টিকা প্রদান শুরু হয়েছে।
শনিবার (৭আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম। সারাদেশের সব জেলায় শুরুর অংশ হিসেবে করোনা ভাইরাসের তিনদিন ব্যাপি টিকাদান কার্যক্রম শুরুর আজ প্রথম দিন ৷
সারাদেশের এক হাজার পাঁচটি কেন্দ্রে রোববার টিকা দেওয়া দেওয়ার কথা থাকলে তা ৭ই আগস্ট শনিবার সকাল থেকই এ কার্যক্রম শুরু হয়৷ একটি কেন্দ্রে সর্বোচ্চ ১৫০ জনকে টিকা দেওয়ার নির্দেশ থাকলেও আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ২৩০ জনের টিকা প্রদান করা হয়। এবং কাউন্সিলর ওসমান গনি লিটন বলেন সারাদেশের সব চেয়ে বেশী করোনার টিকা এই ওয়ার্ড এবং ২নং ওয়ার্ডে হবে বলে আমি আশাবাদী।
বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম আক্রান্তের হার আমার ওয়ার্ড।
সক্ষমতা অনুযায়ী প্রথম দিন দেড় লাখ মানুষ টিকা নিতে পারবেন৷ শনিবার পর্যন্ত সারাদেশে টিকা নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন তিন লাখ ২৮ হাজার জন৷ এদিন প্রধান বিচারপতি, স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিবদের টিকা নেওয়ার কথা রয়েছিলো৷