চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদ টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন ইউনিয়ন যুবলীগ।
শনিবার (৭আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত টিকা কেন্দ্রে ইউনিয়ন যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম মিটুর নেতৃত্বে নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেন।
এসময় ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক তৌহিদুল ইসলাম মিটু বলেন, সংকটকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও আন্তরিকতায় বাংলাদেশের মানুষ বিনামূল্যে টিকা গ্রহণ করছে।
এরই মধ্যে কেন্দ্র থেকে প্রান্তে প্রতিদিন লাখ লাখ মানুষ টিকা গ্রহণ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ জনসাধারণ যেন স্বাস্থ্যবিধি মেনে ও সুশৃঙ্খলভাবে করোনা টিকা গ্রহণ করতে পারে সে লক্ষ্যে ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা টিকা কেন্দ্রে সরকারি কাজে নিয়োজিত ব্যক্তিদের সহায়তায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন।