ফেনীর সোনাগাজীর পশ্চিম সোনাপুরে হামলার শিকার পরিবারের ঘরে দ্বিতীয় দফায় রাতের আঁধারে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। জমির বিরোধ নিয়ে চার নারীকে কুপিয়ে আহত করার রেশ কাটতে না কাটতে শুক্রবার গভীর রাতে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঢুকে ফের নগদ দেড় লাখ টাকা ও দেড়ভরী স্বর্ন লুটে নিয়েছে দুবর্ত্তরা। আহতরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। তারা চিকিৎসাধীন থাকা অবস্থায় এই লুটের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটির মাঝে নতুন আতঙ্ক দেখা দিয়েছে। রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, জমি সংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের চারজন নারীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামের মনছুর আলী দরবেশ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, বাহার উদ্দিন ছুট্ট মিয়ার সাথে একই বাড়ির কামাল উদ্দিন গংদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। জমির বিরোধের জেরে কামাল উদ্দিন, তার শ্যালক শাকিব, তার ভাই জহির উদ্দিন, সোনিয়া, মনোয়ারা বেগম, জোসনা আক্তার, সাবিনা আক্তার মিলে বাহার উদ্দিন ছুট্টুর পরিবারের সদস্যদের উপর অতর্কিত হামলা করে। এসময় বাহার উদ্দিনের স্ত্রী কদর বিয়া, কন্যা আনোয়ারা বেগম, ফারজানা আক্তার ও সুলতানা আক্তারকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে।আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জহির উদ্দিন, সোনিয়া আক্তার ও জোসনা আক্তারকে গ্রেফতার করেছে। এ ঘটনার জেরে ফের লুটের ঘটনা ঘটেছে বলে ক্ষতিগ্রস্তদের দাবী।