চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে কোভিড-১৯ এর টিকাদান
কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ
সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। গতকাল ৭ আগস্ট সকালে উপজেলার
কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদ, দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতকানিয়ার
কালিয়াইশ বিওসি’র মোড় পপুলার ডায়াগনেষ্টিক সেন্টারে পৃথক
পৃথকভাবে টিকাদান কর্মসূচী উদ্বোধনকালে বলেছেন, সরকার প্রতিটি
মানুষের টিকা নিশ্চিত করতে বদ্ধপরিকর। সে ধারাবাহিকতায় করোনা
ভাইরাস নিয়ন্ত্রণে গণ-টিকা কর্মসূচী আজ থেকে শুরু হয়েছে। এটি
অব্যাহত রেখে পর্যায়েক্রমে সকল স্তরের মানুষকে টিকার আওতায় আনা হবে।
তবে প্রাথমিক পর্যায়ে মুক্তিযোদ্ধা, বয়স্ক, মহিলা, প্রতিবন্ধিদের
অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া শুরু হয়েছে। বর্তমান সরকার ১’শ ২৯
টি ক্ষেত্রে সহায়তা প্রদান করে যাচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনা মানুষের কল্যাণে জনবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে জনগণের পাশে
থেকে কাজ করে যাচ্ছেন। এ সকল কাজ যথাযতভাবে বাস্তবায়নের জন্য
আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদের
আহবান জানিয়েছেন।
এ সকল কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাঞ্চনাবাদ ইউনিয়ন
পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন জাহাঙ্গীর। অন্যান্যদের মধ্যে বক্তব্য
রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, স্বাস্থ্য ও প.প.
কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী, আবাসিক মেডিকেল
অফিসার ডা. আবু তৈয়ব, স্বাস্থ্য কমিটির সদস্য, চন্দনাইশ প্রেস
ক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, আ’লীগ নেতা যথাক্রমে
আবদুল মালেক রানা, এড. আবু সালেহ, আবদুস শুক্কুর, সাবেক মেম্বার
জামাল উদ্দিন, শাহ আলম, মেম্বার জাহাঙ্গীর আলম, কৃষকলীগ নেতা নবাব
আলী, সাবেক মেম্বার মো. আনিস, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ
সম্পাদক মো. এরশাদ প্রমুখ। প্রতিটি টিকা কেন্দ্রে ৫জন করে দায়িত্ব
পালনের পাশাপাশি স্থায়ী কেন্দ্রসহ ৬৬ জন স্বাস্থ্য সহকারী টিকা
প্রদানকালে দায়িত্ব পালন করেন।
এদিকে গতকাল ৭ আগস্ট প্রথম দিনে ১০টি অস্থায়ী ও ১টি স্থায়ী টিকা
কেন্দ্রে ৭ হাজার ২’শ ২৯ জন প্রথম ডোজ ৫০ জন দ্বিতীয় ডোজসহ ২০
হাজার মানুষ ভ্যাকসিন গ্রহন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও প.প.
কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী। তিনি বলেন, ইতিপূর্বে
প্রথম পর্যায়ে প্রথম ডোজে ৮ হাজার এবং দ্বিতীয় ডোজে ৬ হাজার
ভ্যাকসিন গ্রহন করেছিলেন। গতকাল ৭ আগস্ট প্রতিটি ইউনিয়ন পরিষদে
৬’শ জনকে বয়সের ভিত্তিতে মুক্তিযোদ্ধা, বয়স্ক, প্রতিবন্ধি, মহিলাদের
তালিকা প্রস্তুত করে টিকা প্রদান করা হয়।