সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে কোভিড-১৯ এর গণটিকা কর্মসূচী পরিদর্শন ও টিকা গ্রহনে সাধারন উপকারভোগী মানুষদের সহায়তা প্রদান করেন স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন ও সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ সহ স্থানীয় নেতৃবৃন্দ।
শনিবার উপজেলা বিভিন্ন ইউনিয়ন ভিক্তিক টিকা কেন্দ্র পরিদর্শন করেন তারা। এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন টিকা কেন্দ্রে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা ব্যানার সাটিয়ে টিকা গ্রহনে মানুষকে উৎসাহিত করেন। উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়ন, সেলবরষ,সুখাইড় রাজাপুর উত্তর, সুখাইড় রাজাপুর দক্ষিণ, পাইকুরাটি, জয়শ্রী সহ বিভিন্ন ইউনিয়নে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এ দায়িত্ব পালন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, সদস্য সজিদুল হক,মুশফিকুর রহমান চৌধুরী সোহাগ, মুশফিকুল হক চৌধুরী,পার্থ সিং পাপ্পু, কামাল পারভেজ, রাসেল মিয়া, শাহরিয়ার নাফিজ,কবিরুল,হাবিবুর রহমান আনোয়ার,নিশি কান্ত ভুলু,সাগর মিয়া, ,স্বপন আহমেদ,ইজাজুল রহমান রানা,সাগর মিয়া,ইয়ামিন মিয়া, মামুন মিয়া রনি মিয়া, শামীম মিয়া, লিটন মিয়া,রেজা মিয়া,আরমান হোসেন, সৌরভ, জফর,রুশেদ মিয়া,নাদিম আহমেদ,নজির হোসেন,শামীম মিয়া, আনোয়ার তালুকদার,আবুল ফজল,সায়েদ নূর,মাঈন উদ্দিন,মিশু,সহ স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।