রাউজান উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যােগে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ৮ আগষ্ট রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, সহ সভাপতি স্বপন দাশ গুপ্ত, শাহ্ আলম চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব বশির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সহ দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ রাসেল, পৌরসভা আ.লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, আ.লীগ নেতা মাহাবুব আলম, এস এম বাবর, জসিম উদ্দীন, চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, তছলিম উদ্দিন, আবদুল লতিফ, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শওকত হোসেন, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রোকন, যুগ্ম সম্পাদক আবু ছালেক, যুবলীগ নেতা সাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন পিবলু, ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার প্রমুখ। দোয়া ও মোনাজাত করেন মাওলানা বোরহান কাদের।