‘বাস চালু হওয়ায় যাত্রী ও গন পরিবহন শ্রমিকদের মাঝে স্বস্তির ফিরিয়ে এসেছে ’‘সাট ডাউন”নেও অফিস খোলা ছিল। কিন্তু এতদিন যাতায়াতের কোনো মাধ্যম ছিল না। আজ গন পরিবহন খুলেছে যাত্রী কম হলেও খুবই ভালো লাগছে।
বুধবার (১১ আগস্ট) গত লগডাউন ও সাট ডাউনে অধিকাংশ দিন হেঁটেই টাঙ্গাইল চন্দ্রা মহাসড়ক,চন্দ্রা গাজীপুর মহাসড়ক, চন্দ্রা নবীনগর মহাসড়ক ও আশুলিয়ার বাইপাইল আব্দুল্লাপুর আঞ্চলিক মহাসড়ক গুলোতে পায়ে হেটে অফিস করেছে এমন অনেকেই মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন,এখন বাস চালু হওয়ায় একটু স্বস্তির নিঃশ্বাসে ঈদের আনন্দের মতো লাগছে।’
সকাল ৯টায় চন্দ্রা চার রাস্তা মোরের পাশেই চন্দ্রা নবীনগর মহাসড়কের সামনে বঙ্গবন্ধু সরকারি কলেজের সামনে এসব কথা বলছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা জাহিদ হাসান ।
এ সময় জাহিদ হাসানের মতো আরও ১৫-২০জনকে কলেজের সামনে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। কিছুক্ষণ পরেই তারা রাজধানীর বিভিন্ন গন্তব্যের বাসে ওঠছেন। প্রায় প্রত্যেকেরই মুখে ছিল মাস্ক।
অপরদিকে চন্দ্রা চার রাস্তা মোরে স্টান্ডে দাঁড়িয়ে ছিলেন মানিক নামের এক যাত্রী তার পরিবারসহ তিনি বলেন, তার বোনের স্বামী টাঙ্গাইল কুমুদীনি হাসপাতালে ভর্তি। তার জন্য নিয়মিত বাসা থেকে খাবার নিয়ে যেতে হয়। এতদিন রিকশা, ভ্যানে যাওয়া লাগত। এতে ভাড়াও প্রায় চার থেকে পাঁচ গুন বেশি দিতে হতো। আজ গণপরিবহন চালু হওয়ায় যাতায়াতে স্বস্তি পাচ্ছি ।’ চন্দ্রা চার রাস্তার ট্রাফিক পুলিশ বক্সের দায়িত্বরত সার্জেন্ট মকবুল হোসেন বলেন, আমরা অন্যান্য দিনের মত দায়িত্ব পালন করলেও আজ একটু বেশি ভালো লাগছে অনেককে স্বাস্হ্য বিধি মেনে চলা দেখে, সালনা হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক বলেন, গনপরিবহনসহ সকল যাত্রীকে স্বাস্হ্য বিধি মেনে চলার আহ্বানও জানান তিনি, তিনি আরও বলেন যারা বিধি নিষেধ অমান্য করে চলবে তাদের প্রতি আমরা কঠোর হতে বাধ্য হবো।
গাইবান্ধা গামী এক চালক ও কন্টাক্টর বলেন, সকল ধরনের স্বাস্থ্য বিধি মেনেই আমরা পরিবহন চালাতে প্রস্তুত আর যেন গন পরিবহন বন্ধ না করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্হ্য বিধি মেনে পরিবহনের বাস গুলিতে যাত্রীদের উঠতে দেখা যায়, প্রতিটি আসনেই যাত্রী নেয়া হচ্ছে। তবে যাত্রীদের কয়েকজনকে মাস্ক না পরা অবস্থায় দেখা গেছে।