1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আদিতমারীতে অপহরণের ২৬ দিনেও উদ্ধার হয়নি নাবালিকা জুঁই - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চৌদ্দগ্রামে ৮ হত্যা মামলার আসামী ঠিকাদার তোফায়েল আটক ঈদগাঁও’র নতুন অফিস বাজার সভাপতি ১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সালাউদ্দিন চৌধুরী ঈদগাঁওতে শিক্ষার্থীদের সাঁতার প্রতিযোগিতা অনুষ্টিত আধুনিক মালয়েশিয়ার স্থপতি  মাহাতির মোহাম্মদ আর নেই মেদাকচ্ছপিয়া থেকে ৪০ কেজি গাজাসহ মাদক কারবারি আটক মীরসরাই উপজেলা বিএনপির বিপ্লব সংহতি দিবস পালন উচ্চ আদালতের নিষেজ্ঞা অমান্য করার অভিযোগ রাউজানে চার ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর নকলায় পিকআপ-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত ৪ মাগুরায় বি এন পি নেতার ইন্তেকাল!

আদিতমারীতে অপহরণের ২৬ দিনেও উদ্ধার হয়নি নাবালিকা জুঁই

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট থেকে।
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৫৮ বার

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অপহৃত কিশোরীর সন্ধ্যান পাওয়ার ২৬ দিন পেরিয়ে গেলেও কিশোরীকে উদ্ধার ও মামলা নথীভুক্ত করেনি আদিতমারী থানা পুলিশ। এদিকে অপহরণের ঘটনায় দায়েরকৃত এজাহার নামীয় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে ওই থানা পুলিশের বিরুদ্ধে।

মামলার বিবরণে জানা গেছে, আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী এলাকার হামিদুল ইসলামের কন্যা আরজু আক্তার জুঁই (১৪) স্থানীয়
একটি প্রাইমারী স্কুলের ৫ম শ্রেনীর ছাত্রী। পার্শবর্তী বানিয়াটারী এলাকার বাসিন্দা লুৎফর রহমানের বখাটে নাতী নাইম হোসেন (১৯) নানার বাড়িতে বেড়াতে এসে ওই নাবালিকা কিশোরীকে প্রায় সময় উত্ত্যক্ত করতো। মাঝে মধ্যে নাইমের খালু প্রতিবেশি হালিমের বাড়িতেও বেড়াতে এসে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতো।

এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে গত ২৫ জুলাই সন্ধ্যায় নাইম ও আরো কয়েকজন মিলে ওই নাবালিকা কিশোরীকে অপহরণ করে। পরদিন প্রতিবেশি হালিম খবর দেয় নাবালিকা ওই কিশোরী নাইমের নিজ বাড়ি বগুড়া সোনাতলা উপজেলার হলুদিয়া এলাকায় অবস্থান করছে। পরে কিশোরীর বাবা হামিদুল ইসলাম বাদী হয়ে নাবালিকা কন্যাকে ফেরত পেতে নাইমসহ ৫জনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের ১৪দিন পর থানার এসআই মিজানুর রহমান এজাহার নামীয় আব্দুল হালিম নামে এক অভিযুক্ত আসামীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে অজ্ঞাত কারনে ওইদিন বিকালেই আদিতমারী থানা পুলিশ সেই অভিযুক্ত আব্দুল হালিমকে ছেড়ে দেয় এবং নাবালিকা কন্যাকে বিয়ে দিয়ে ঘটনা মিমাংশা করে নেয়ার কথা বলে।

এসময় অভিযুক্ত ছেলে নাইমের বাবা আজাদুল হক নাবালিকা কন্যাকে যৎ সামন্য টাকা দেন মোহরানায় তার ছেলের সাথে বিয়ে দেয়ার চাপ দেয়। কিন্তু ওই কিশোরীর বাবা হামিদুল ইসলাম নাবালিকা কন্যাকে বিয়ে না দিয়ে ছেলের বাড়ি থেকে ফেরত আনার চেষ্টা করে ব্যার্থ হন।

নাবালিকা মেয়ের বাবা হামিদুল ইসলাম অনুনয়ের সাথে আরও বলেন, আমার মেয়ের বয়স ১৩ বছর ৮ মাস, সে বিয়ের কি বোঝে, আপনারা আমার মেয়েকে আনার ব্যবস্হা করে দেন। আমার মেয়েকে তারা মেরে ফেলতে পারে, তাই আমার মেয়েকে আমি ফিরত চাই।

এব্যাপারে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাস এ প্রতিবেধকে বলেন, নাবালিকা জুঁই সে স্বামীর বাড়িতে আছে, সে আসবেনা বলে জানিয়েছে। থানায় দায়েরকৃত এজাহার নামীয় ৩নং অভিযুক্তকে আটক করে থানায় এনে ছেলে মেয়েকে হাজির করার দায়িত্ব দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে ৫ম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা কন্যার কিভাবে বিয়ে হতে পারে এবং অপহৃত কিশোরীর সন্ধ্যান পাওয়ার ২৬দিনেও কেন উদ্ধার হয়নি ও এজাহার কেন নথীভুক্ত করা হয়নি? এসব প্রশ্ন করলে জৈনেক মেম্বারের কথা বলে ফোন কেটে দেন। পরে রাতেই তরিঘরি করে মামলা নথিভুক্ত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম