হাটহাজারী পৌরসভার মোহাম্মদপুর গ্রাম হতে গরু চুরি করে নিয়ে যাওয়া কালে দুই গরুসহ তিন চোরকে আটক করেছে স্থানীয় লোকজন। আজ বুধবার (১১ আগস্ট) দুপুরে তাদের ধাওয়া করে আটক করে।
এর মধ্যে আটক আমির হোসেন (৩২) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মহালঙ্কা এলাকা মৃত আমির হোসেনের পুত্র, মোরশেদ আলম (৩৬) নগরীর অক্সিজেন এলাকার আমির হোসেনের পুত্র, অপরজন- পটিয়া উপজেলার আছিয়া মধ্যপাড়া এলাকার মৃত মনির আহমেদের পুত্র।
স্থানীয়রা জানান, ধৃত তিন চোর একটি গরু চুরি করে সিএনজি অটোরিক্সা করে পালানোর সময় স্থানীয়রা দেখেে ধাওয়া করে তাদেরকে ধরে গণধোলায় দেয়। ওই এলাকায় গত একবছরে বেশ কয়েকটি গরু চুরির ঘটনা ঘটেছিলো, এমনিতেই পূর্ব হতেই লোকজন ক্ষেপে আছে।
পরে পুলিশ খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হাজতে নিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে উদ্ধারকৃত গরুর মালিক বাদি হয়ে মামলা করছেন বলে জানিয়েছেন হাটহাজারী মডেল থানার উপ পরিদর্শক ফয়সাল।