কুমিল্লা তিতাস উপজেলার ৯টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ই আগস্ট) উপজেলায় পরিষদ মাঠে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিটি ইউনিয়নের ২জন গ্রাম পুলিশদের মাঝে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মহসীন ভূঁইয়া, ইউপি সচিবগণসহ গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।