টঙ্গীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ২ মাস ধরে ধর্ষন করে আসছিল মোঃ তানভির (২৮) নামে এক যুবক। জানা যায়, উক্ত বিবাদী মোঃ তানভির (২৮) গত ০৪/০৬/২০২১ইং তারিখ হইতে ০৪/০৮/২০২১ইং তারিখ পর্যন্ত টঙ্গী পূর্ব থানাধীন গোপালপুর ব্রীজের সালাম মোল্লার বাড়ীর ৩ তলার রুম ভাড়া নিয়ে নূরজাহান বেগমের সাথে অনৈতিকভাবে বসবাস করিতে থাকে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে দীর্ঘদিন ধর্ষন করে আসছে। বিয়ের কথা বলিলে আসামী নানা তালবাহানা করে এবং গত ০৪/০৮/২০২১ইং তারিখে আসামীকে বিয়ের কথা বলিলে আসামী বাদীকে এলোপাথাড়ি মারধর করিয়া নীলা ফুলা জখম করে এবং নগদ সাড়ে ৪ ভরি স্বর্নালংকার এবং এক লক্ষ চল্লিশ হাজার টাকা নিয়া পালিয়ে যায় এবং পুনরায় বিবাহের কথা বলিলে খুন করিয়া তুরাগ নদীতে ভাসাইয়া দিবে বলিয়া আসামী হুমকি প্রদান করে।
জানা যায় আসামীর স্থায়ী ঠিকানা পূবাইল, হায়দারাবাদ, গাজীপুর মহানগরে। এবিষয়ে বাদী নূরজাহান বেগম আরও বলেন আসামীর সাথে চার বছর আগে তার প্রেমের স¤পর্ক গড়ে ওঠে এবং আসামী গত ২ মাস ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন করে আসছে।
এ সময় বাদী উপায়ন্তর না পেয়ে টঙ্গী পূর্ব থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে এস.আই আব্দুস সালাম শুক্রবার দুপুরে আসামীকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসেন। এই রিপোর্টটি লেখা পর্যন্ত এখনো মামলা রজু হয়নি।