গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর মেট্রোপলিটন থানার উত্তর পানিশাইল গ্রামের স্হানীয় বাসিন্দা হিমেল হোসেন শামিম নামের এক মাদক ব্যাবসায়ীকে ৬৬ ক্যান, ব্লাক ডেভিল বিয়ার সহ আটক৷
শুক্রবার (১৩ই আগস্ট) কাশিমপুর থানা পুলিশ সুত্রে জানা যায়, আটককৃত হিমেল হোসেন শামিম জিরানী বাজারে দীর্ঘদিন যাবৎ মোবাইলের দোকান দিয়ে মোবাইল ব্যাবসা করে আসছিলেন তিনি। কাশিমপুর থানার মামলা সুত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে জিরানী বাজারে মোবাইল ব্যবসার আড়ালে বিদেশি বিয়ার সহ মাদক বিক্রি করে আসছিল। গত ১৩/০৮/২১ তারিখ শুক্রবার দুপুরের সময় কাশিমপুর মেট্রোপলিটন থানা পুলিশের সংগীয অফিসার ফোর্স সহ দক্ষিণ পানিশাইল -জিরানী রোডে অভিযান চালিয়ে ১টি পালসার মোটরসাইকেল সহ তাকে আটক করা হয়। আটকের সময় তার সংগে থাকা মোটরসাইকেল চালক মিজান পালিয়ে যায়। কাশিমপুর থানার মামলা নং-৩ তারিখ ১৩/৮/২১ ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য আইনের ৩৬(১) সারনী ২৪(খ)/৩৮/৪১ রুজু।
এ বিষয়ে কাশিমপুর মেট্রোপলিটন থানার এস আই ডিপংকর এ প্রতিবেদককে নিস্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে চালান দেওয়া হয়েছে।