শ্রীনগর প্রেস ক্লাবের সদস্যদের জন্য করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক প্রদান করেছেন মুন্সীগঞ্জ জেলা পরিষদ সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মহবুব উল্লাহ্ কিসমত। শনিবার দুপুরে ১২ টায় শ্রীনগর প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তিনি প্রেস ক্লাবের সদস্যদের হাতে মাস্ক তুলে দেন। এসময় তিনি করোনাকালীন সময়ে সাংবাদিকদের নিরলস পরিশ্রমের বিষয়টি স্মরণ করেন। তার সাথে উপস্থিত ছিলেন কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোপীনাথ দাস, শ্রীনগর উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য সাজেদুল আলম ওপেল সহ প্রমুখ।