কুমিল্লার তিতাসে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে তিতাস উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে সকালে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরি।
এসময় প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার, অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকিরসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
অন্যদিকে একই স্থানে দুপুর ১২ টায় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি। এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ পারভেজ হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক মোঃ তোফাজ্জল হোসেন ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক গোলাম ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের মোল্লা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু প্রমূখ।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূঁইয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ প্রধান, হাজী মোঃ নাছির উদ্দিন, তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শের-ই-আলম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম-আহবায়ক মোঃ মকবুল মাহমুদ প্রধান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সাজ্জাদ শিকদার, সাধারণ সম্পাদক আল-আমীন, সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সি, উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম কামরুল হাসান তুষার, সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল প্রমূখ। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয় ও মোনাজাত করেন।