যেইদিন সকল রাজনৈতিক দল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করবে, সেইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মা সান্তি পাবলেন বলে মন্তব্য করেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী। ১৫ ই আগস্ট জাতীয় শেক দিনস উপলক্ষে আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরনী অমুষ্ঠানে গতকাল রোববার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে তিনি এই কথা বলেন। তিনি আরোও বলেন, শুধু মাত্র আওয়ামীলীগের রাজনীতি করলে চলবেনা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে আদর্শের রাজনীতি করেছেন সেই রাজনীতির চর্চা করতে হবে। তিনি আলোচনায় এ কথা বলেন।
এ অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, উপজেলার নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল হক, শ্রীনগর থানা ও সি হেদায়েতুল ইসলাম প্রমুখ।