এ দেশের স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবে পালিত হয়েছে জাতীয় শোক দিবস।
রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নিজস্ব হলরুমে জাতীয় শোক দিবস পালন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহ আলম, সঞ্চালনায় ছিলেন,সাধারণ সম্পাদক আল শাহরিয়ার বাবুল খান।
অন্যান্যদের মধ্যে আলোচনা রাখেন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সমাজ কল্যাণ সম্পাদক দৈনিক স্বদেশ বিচিত্রার মোঃ শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ফুলকি’র কাশিমপুর প্রতিনিধি মোঃ নুর আলম সিদ্দিকী মানু, মহিলা সম্পাদিকা মন্জিলা আশা চৌধুরী, মনির হোসেন, আঃ রশীদ, ,দৈনিক সংগ্রাম আশুলিয়া প্রতিনিধি মোঃ মোতালেব হোসেন, দৈনিক গণকন্ঠ আশুলিয়া প্রতিনিধি সাঈম সরকার,দৈনিক নয়া দিগন্তের আবুল কালাম আজাদ, মোঃ মোস্তাক আহমেদ, বিপ্লব, সিয়াম প্রমুখ। আলোচনা সভা শেষে এক দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।