চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট এলাকায় আল মামুন (২৫) নামীয় এক যু্বকের লাশ উদ্ধার করছে পুলিশ।
স্থানীয় মোমেনশাহ বাড়ির মরা ছড়ার ব্রীজের পাশে লাশটি পড়ে থাকতে দেখে ভোর ৫টার দিকে লোকজন। মৃত আল মামুন ঐ বাড়ির মরহুম মহিউদ্দিন মিস্ত্রির ২য় ছেলে।
তিনি একজন পাইকার ব্যবসায়ী, চট্টগ্রাম-হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কস্থ বাকর আলী চৌধুরী হাট বাজারে নারিকেল ব্যবসার গুদাম রয়েছে তাঁর। মরহুমের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। পরিবার সূত্রে জানা যায়, তিনি গতকাল বিকেল ৫টার দিকে বাসা হতে বের হওয়ার পর থেকে পরিবারের কারো সাথে আর যোগাযোগ হয়নি। সকালে হাটহাজারী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানা উপ পরিদর্শক মো. ফয়সাল বলেন- ‘আলামত সংগ্রহ করা হয়েছে, ময়নাতদন্ত এবং সুষ্ঠু তদন্তের পর বলা যাবে মৃত্যুর কারণ।