কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা যুবলীগের উদ্যোগে ২১ শে আগস্টে নিহত ও আহতদের স্বরনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল উপজেলা যুবলীগ কার্যালয়ে শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র জনাব আব্দুল মালেক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থমন্ত্রীর একান্ত সচিব কে এম সিংহ রতন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আ,স,ম আবদুর নূর, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মনির আহমেদ শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম, ওমর ফারুক লিটন, বিএসসি আবুল খায়ের, যুগ্মসাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন, শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক স্বপন হোসেন মিয়াজী, কবির আহমেদ মজুমদার, সিরাজুল ইসলাম সিরাজ,ক্রিয়া বিষয়ক সম্পাদক মনির আহমেদ মনির,শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, হেসাখাল ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, সাধারণ সম্পাদক ওমর ফারুক মামুনসহ বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে বক্তারা বলেন,২১শে আগস্ট এই নেক্কারজনক ঘটনার সাথে যারা জড়িত তাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।