1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পনেরো আগস্ট আর একুশে আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা' -এম এ সালাম - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জামায়াতে’র গণসংযোগ পক্ষের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায়, জেলা জামায়াতের নিন্দা নবীনগরের শ্যামগ্রামে রাস্তার বেহাল দশা, ভোগান্তিতে এসএসসি পরীক্ষার্থী ও পথচারীরা ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী’র লাহিড়ী সাব-রেজিস্ট্রারের কার্যালয় রাজস্ব ফাঁকিদিয়ে ৩৩ লাখ টাকার জমি বিক্রি দেখানো হয়েছে ১৬ লাখ টাকা! ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিতে সমর্থকদের থানা ঘেরাও, পুলিশের লাঠিচার্জ মাগুরায় নানা অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অবাঞ্চিত ঘোষণা করে মানববন্ধন ঠাকুরগাঁওয়ে স্ট্রবেরি চাষে সাফল্য দেখালেন– ইসরাফিল , রামগড় থানার উদ্যোগে ওপেন হাউজ ডে নিয়োগ বানিজ্যে মুন্নার আঙ্গুল ফুলে কলা গাছ ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পনেরো আগস্ট আর একুশে আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা’ -এম এ সালাম

কে এম ইউসুফ, চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১৮৫ বার

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম বলেছেন- ১৫ আগস্ট ও ২১ আগস্টের হত্যাকান্ড একই সূত্রে গাঁথা, ১৫ আগস্ট হত্যাকান্ডের নেপথ্য নায়ক জেনারেল জিয়া আর ২১ আগস্ট হত্যাকান্ডের মূল হোতা তারেক জিয়া।

তিনি বলেন- এখন সময় এসেছে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে ফাঁসির ব্যবস্থা করা, আওয়ামী লীগের বিরুদ্ধে অতীতেও অনেক ষড়যন্ত্র হয়েছে বর্তমানেও চলছে, আওয়ামী লীগ নেতাকর্মীরা জানে, এসব ষড়যন্ত্র কিভাবে মোকাবিলা করতে হয়।

এম এ সালাম বলেন- প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, তা অব্যাহত রাখতে সকলকে সজাগ থাকতে হবে।

২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা দিবসে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান আলোচক সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোঃ আতাউর রহমান বলেন- একাত্তরের পরাজিত অপশক্তি এবং ৭৫ এর খুনীচক্র ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত, তাদেরকে রাজপথেই মোকাবিলা করা হবে।’

যুগ্ন সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ’র সঞ্চালনায় দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, সংগঠনের সহ সভাপতি মো জসিম উদ্দিন, স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, যুগ্ন সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত, প্রচার সম্পাদক প্রদীপ চক্রবত্তী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, বন ও পরিবেশ সম্পাদক আবু তালেব, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনিবাহী সদস্য ইফতেখার হোসেন বাবুল, সরোয়ার হাসান জামিল, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, মো শওকত আলম, মো সেলিম উদ্দিন, এস এম গোলাম রব্বানী, আকতার হোসেন খান, বখতেয়ার সাঈদ ইরান, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, মনজুর মোর্শেদ ফিরোজ।

আরো ছিলেন- উত্তর জেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এড. বাসন্তী প্রভা পালিত, সহ সভানেত্রী সৈয়দা রিফাত আকতার নিশু, উত্তর জেলা যুবলীগের সহ সভাপতি নুরুল মোস্তফা মানিক, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন, শেখ ফরিদ চৌধুরী, তাঁতী লীগের রুপক দেব অপু, জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net