বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রাণনাশের অপচেষ্টা ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় বেগম আইভী রহমানসহ ২৪ নেতাকর্মীর স্মরণে আলোচনা সভা ও দোযা মাহফিল আয়োজন করেছে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ।
হাটহাজারী মডেল থানা সম্মুখস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আজ সন্ধ্যা ৬টায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত অংশ নেন।
আনোযার হোসেন ঝন্টু ও দেলোয়ার হোসেন মিন্টুর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রেখেছেন- হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান।
হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধো এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য আলহাজ্ব ইউনুছ গণি চৌধুরী।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের অপর সদস্য শাহনেওয়াজ চৌধুরী এতে বিশেষ অতিথি ছিলেন।
হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, হাটহাজারী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদকগণ এতে বক্তব্য রাখেন।
অঙ্গসংগঠনের মধ্যে- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, মৎস্যজীবি লীগের উপজেলা/ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।