খাগড়াছড়ি জেলার গুইমারা সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্হাপক সনজিত কুমার নাথের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২২ আগষ্ট রবিবার দুপুরে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে বিদায়ী ব্যাংক ম্যানেজারে হাতে ক্রেষ্ট তুলে দেন গুইমারা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার তুষার আহমেদ। এসময় উপস্থিত ছিলেন গুইমারা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার ম্রাসাথোয়াই মগ, হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, আমার বাড়ী আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্হাপক শান্তনু মহাজন, কৃষি কর্মকর্তাসহ সরকারী বেসরকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বিদায় সংবর্ধনায় বক্তব্যে বক্তাগন ব্যাংকের ব্যাবস্হাপক সনজিত কুমার নাথের কর্মজীবনের স্মৃতিচারন করে বলেন অল্পদিনেই তিনি গুইমারাবাসীর মন জয় করে নিয়েছিলেন। তার উত্তর উত্তর পদোন্নতি ও কর্মময় জীবনের আরও সাফল্য কামনা করেন।
গুইমারা থেকে পদোন্নতি পেয়ে প্রিন্সিপাল অফিসার হিসেবে সোনালী ব্যাংক সাতকানিয়া শাখায় যোগদান করবেন বলে জানাগেছে।